কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেনিসকে বিদায় জানালেন শারাপোভা

এনটিভি প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৫

বেশ কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছিল না টেনিস তারকা মারিয়া শারাপোভার। চোট ও ফর্মের সঙ্গে লড়াই করেছেন বহুবার। শেষ পর্যন্ত পেরে ওঠেননি। তাই হুট করেই টেনিসকে বিদায় বলে দিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা শারাপোভা। মূলত দীর্ঘ চোটের কারণেই টেনিস কোর্ট ছাড়তে বাধ্য হলেন শারাপোভা। ভোগ ও ভ্যানিটি ফেয়ারে লেখা নিবন্ধে নিজের বিদায় নিয়ে এমনটাই জানান ৩২ বছর বয়সী এই রাশিয়ান তারকা। বিদায়ী প্রতিবেদনে শারাপোভা বলেন, ‘টেনিসকে বিদায় বলছি। ২৮ বছর ধরে খেলে পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের পর আমি এবার অন্য জগতে নতুন লক্ষ্য অর্জন করতে চাই।’ ২০০১ সালের এপ্রিলে পেশাদার টেনিসে পা রাখেন শারাপোভা। মাত্র ১৭ বছর বয়সেই উইম্বলডনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন এই রাশিয়ান তারকা। ২০০৮ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এ ছাড়া জিতেছেন ইউএস ওপেন, দুটি ফ্রেঞ্চ ওপেনসহ ক্যারিয়ারে মোট ৩৬টি শিরোপা। এর পরই তাঁর ক্যারিয়ারে নেমে আসে খারাপ সময়। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ২০১৬ সালে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন ২০১৭ সালে। কিন্তু ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি। যার প্রভাব পড়ে র‍্যাংকিংয়ে। ৩৭৩ নম্বরে থেকে ক্যারিয়ার শেষ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও