বলিউডের অন্য ধারার অভিনেত্রী রিচা চাড্ডা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র অভিনেতা-মডেল আলী ফজল।
শোনা যাচ্ছে, বলিউডের এই তারকা জুটি মালদ্বীপের সমুদ্র সৈকতে অথবা বিলাসবহুল কোনও জাহাজে সাতপাকে বাঁধা পড়বেন। অন্য একটি খবর বলছে, ১৫ এপ্রিল বিয়ে করবেন রিচা, ১৮ এপ্রিল লক্ষ্ণৌতে রিসেপশন হবে। তারপর ২০ তারিখ মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশন।
তবে আলী ফজল এবং রিচা চাড্ডার বিয়ের আসর কোথায় বসবে, তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এ বিষয়ে দুই তারকার পক্ষ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি।
সম্প্রতি অভিনেত্রী রিচার এক পোস্ট ঘিরে জল্পনা আরও বেড়ে গেছে। রিচার একটি ছবিতে কমেন্ট করেন হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো। সেই মন্তব্যের উত্তরে এপ্রিল মাসে ফ্রিডা পিন্টোকে মুম্বাইতে আসার আমন্ত্রণ জানান রিচা চাড্ডা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.