![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/02/26/image-133346-1582724864.jpg)
করোনার কারণে শুটিং বিশ্বকাপে থাকছে না ছয়টি দেশ
ইত্তেফাক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫
করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারি ছড়িয়ে পড়েছে চিনসহ বেশ কিছু দেশ। এর মধ্যেই ভারতের নয় দিল্লিতে বসতে চলছে শুটিং বিশ্বকাপের আসর। তবে এবার সে আসরে করনার আতঙ্কে অংশ নিতে পারছে না ছয়টি দেশ। এর মধ্যে এক নম্বরে রয়েছে চীন। এছাড়া অন্য আরও একটি কারণে থাকতে পারছে না পাকিস্তান।