![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F26%2Fmila.jpg%3Fitok%3DZ1CVK_qj)
কণ্ঠশিল্পী মিলাকে আদালতে হাজিরের নির্দেশ
এনটিভি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মিলার সাবেক স্বামী পারভেজ সানজারীর মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তাঁর সাবেক স্বামী পারভেজ সানজারী। আদালত ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট
- ট্যাগ:
- বিনোদন
- বাংলাদেশ
- আদালতে হাজিরের নির্দেশ