![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F26%2Fkhaled_mahmud_bhuiyan.jpg%3Fitok%3DuNauhMu9)
যুবলীগের সাবেক নেতা খালেদের বিরুদ্ধে বিচার শুরু
এনটিভি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। খালেদকে কারাগার থেকে সকালে আদালতে হাজির করা হয়। এর পরে খালেদের আইনজীবী ফৌজদারি কার্যবিধির ২৬৫(গ) ধারা অনুযায়ী মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর পরে বিচারক