দুটি বই নিষিদ্ধ ঘোষণা
এনটিভি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০০
ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করে এমন বক্তব্য থাকার দায়ে দুটি বইয়ের প্রকাশনা ও বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ‘দিয়া আরেফিন’ ও “দিয়া আরেফিন’র নানীর বাণী” নামে দুটি বই মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে উল্লেখ করে আজ বুধবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া। বিষয়টি আমলে নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বই দুটির প্রকশনা ও বিক্রি নিষিদ্ধ করে আদেশ দেন। দুটি বইয়ের লেখকের নাম দিয়ার্ষি আরাগ। এটি লেখকের ছদ্মনাম, তাঁর মূল নাম দিপু কুমার বলে জানা গেছে। বইমেলার লিটলম্যাগ চত্বরে কালাঞ্জলির স্টলে বই দুট
- ট্যাগ:
- সাহিত্য
- আদালত
- বই নিষিদ্ধ
- একুশে বইমেলা
- ঢাকা