যশোর শহরতলির শেখহাটি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান, একটি পিস্তল, পাঁচটি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, দেশি অস্ত্র, বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক হওয়া তিনজন হলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু হেনা রোকন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউন। যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাজী ছাত্রাবাসে অভিযান চালায় তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.