কী আছে ইন্দো-মার্কিন প্রতিরক্ষা চুক্তিতে?
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৯
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তিন বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক মার্কিন যুদ্ধাস্ত্র ক্রয় করবে ভারত। এর মধ্যে প্রায় ২.৬ বিলিয়ন ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ২৪টি এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ক্রয় করা হবে। এ ছাড়াও ৮০ কোটি ডলার মূল্যের ছয়টি এএইচ-৬৪ই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হবে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা…