You have reached your daily news limit

Please log in to continue


আমারে চোখে বিশ্ব: মোদীর 'বিশ্বাস' অর্জনের ফানুসটি কি মুখ থুবড়ে পড়ছে?

আশ্চর্য, আজাদ ভারতে আবার নতুন করে 'আজাদি'র আওয়াজ উঠছে কেন! স্বাধীন এবং বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিকরা তবে এখন কিসের থেকে আজাদি চাইছেন? কান পাতলেই শোনা যাচ্ছে - ভুখমারি সে আজাদি, পুঁজিবাদ সে আজাদি, মনুবাদ সে আজাদি, ভেদভাব সে আজাদি, খানে পিনে কি আজাদি, যোগী-মোদী সে... আজাদি, অমিত শাহ সে... আজাদি ইত্যাদি। কিন্তু এই তো সবে ২০১৯ এ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদীকেই দ্বিতীয় বারের জন্য জিতিয়ে আনলেন দেশবাসী। এবং তিনিও তাঁর আগের দেওয়া স্লোগান', 'সব কা সাথ, সব কা বিকাশ'এর সঙ্গে এবার 'সব কা বিশ্বাস'ও জুড়ে দিলেন। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর ওই 'বিশ্বাস' অর্জনের ফানুসটি যেন মুখ থুবড়ে পড়ছে! আসলে ভোট রাজনীতির অঙ্কে ভারতে প্রায় ১৪ শতাংশ মুসলমানের বিশ্বাস অর্জন করাটাও যে জরুরি। সেটা বুঝেই হয়তো ওই 'সব কা বিশ্বাস' অর্জনের বার্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন