মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন
এনটিভি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০
মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হোসনি মোবারক মারা গেছেন। আজ মঙ্গলবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন হোসনি মোবারক। অবশেষে ৯১ বছর বয়সে মারা গেলেন তিনি। মিশরের সাবেক এই সামরিক ও রাজনৈতিক নেতা ১৯৮১ সালে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। ২০১১ সালে আরব বসন্তের সময় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এই নেতা। সরকারবিরোধী আন্দোলনকারীদের হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দ