মাটি কাটতেই বেরিয়ে এলো ২০০ বছরের পুরনো রৌপ্যমুদ্রা
আরটিভি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১
ঝিনাইদহের কালীগঞ্জে ২০০ বছরের পুরনো ৪৩টি সিলভার কালারের রৌপ্যমুদ্রা পাওয়া গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুদিপ দে নামের এক কৃষকের বাড়িতে মাটি কাটার সময় ওই মুদ্রাগুলো পাওয়া যায়।
পরে আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে স্থানীয়দের দাবি, কয়েকশ মুদ্রা পাওয়া গেলেও শ্রমিকরা মাত্র ৪৩টি মুদ্রা দিয়ে বাকিগুলো আত্মসাত করেছে।