প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

সমকাল প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে সরকার।এবারও ৮২ হাজার ৪২২ জন এ বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৪২২ জন সাধারণ বৃত্তি পেয়েছে। সেই সঙ্গে ৭৮টি বৃত্তি রিজার্ভ রাখা হয়েছে। খবর ইউএনবিরমঙ্গলবার বিকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন।তিনি জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে আগে ৫৫ হাজার শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হত। এর মাঝে ২২ হাজার ট্যালেন্টপুল ও ৩৩ হাজার জন সাধারণ বৃত্তি পেত। ২০১৫ সাল থেকে মোট ৮২ হাজার ৪২২ শিক্ষার্থী এ বৃত্তি পাচ্ছে। তাদের অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তির অর্থ দেওয়া হবে।প্রতিমন্ত্রী আরও জানান, বৃত্তির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও