![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/04/22/d518090e5e594bb6d69be124373877a0-rajshahi.png?jadewits_media_id=574921)
সড়কের পাশে পড়েছিল একটি কাটা পা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫০
হাঁটুর নিচ থেকে কাটা একটি পা পড়েছিল সড়কের পাশে। পুলিশ আজ মঙ্গলবার সকালে এই পা উদ্ধার করে। রাজশাহী নগরের ডিঙ্গাডোবা এলাকায় কাটা এই পা পাওয়া যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ বলছে, কীভাবে একটি পা এখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পা বিচ্ছিন্ন
- রাজশাহী