পায়ে হেঁটে মক্কা যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত ফরিদ
ব্রিটিশ মুসলিম ফরিদ ফাইদি। ‘শান্তির জন্য হাঁটা’ স্লোগানে মুসলিম তরুণ ও যুবসমাজকে অনুপ্রাণিত করতে পায়ে হেঁটে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা যাওয়ার উদ্দেশ্যে বর্তমানে তিনি ইস্তাম্বুল অবস্থান করছেন। মুসলিম উম্মাহর অনেক বড় আশা এবং আকাঙ্ক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি হলো হজ। এ হজ করতে মুমিন মুসলমানকে পবিত্র নগরী মক্কায় যেতে হয়। বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের শান্তির বার্তা ও পরিচয় তুলে ধরতে বদ্ধপরিকর ফরিদ ফাইদি। একজন মুসলমান হিসেবে ফরিদের বিশ্বাস যে, প্রত্যেক মুসলিমই ইসলামের একএক জন রাষ্ট্রদূত। ইসলাম ও মুসলমানদের প্রতিনিধিত্ব করাই সবার দায়িত্ব ও কর্তব্য। ফরিদ ফাইদি শান্তিপূর্ণ কাজ করার চেষ্টা করে। যে শান্তির পথ দেখিয়েছে ইসলাম। সালামের মাধ্যমে পরস্পরের যে শান্তি কামনা শুরু হয়। আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্রিটিশ নাগরিক ফরিদ ফাইদি। ‘শান্তির জন্য হাঁটা’ স্লোগানে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে ৩ নভেম্বর ২০১৯-এ দীর্ঘ এ যাত্রা শুরু করেন ফরিদ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মক্কা
- ক্যান্সার
- মক্কা