কাউকে দোষারোপ নয়, পিবিআইকে ধন্যবাদ: সালমানের শ্বশুর
বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যু নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রকাশিত তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন সালমানের স্ত্রী সামিরার বাবা শফিকুল হক হীরা। তিনি বলেছেন, পিবিআই তদন্ত প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুশি। বিষয়টি এখন মীমাংসিত হয়ে গেছে। তবে প্রায় ২৪ বছরের ভোগান্তি নিয়ে কাউকে দোষারোপ করতে চাই না। কেইস কেইসের মতোই চলেছে। শেষ পর্যন্ত ফাইনাল রিপোর্টটি সামিরার পক্ষে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, সালমান শাহকে হত্যা করা হয়নি। তিনি আত্মহত্যা করেছিলেন। ঢাকায় পিবিআইয়ের পক্ষ থেকে এ বক্তব্য আসার পর চট্টগ্রামে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় সালমানের শ্বশুর এসব কথা বলেন। শফিকুল হক হীরা বলেন, আমরা জানতাম ও (সামিরা) কোনো কিছুতে ইনভলব ছিলো না। সুতরাং এতোদিন যা হয়েছে, শুধু সময়ক্ষেপন করা হয়েছে। ২৪ বছর পর আজকে প্রমাণিত হয়েছে সালমান আত্মহত্যা করেছে।