কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নায়ক রাজ রাজ্জাকের নামে বাংলো, বিস্মিত তার পরিবার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

চা বাগান, লেক, হাওর, উঁচু নিচু পাহার, ঘন জঙ্গল, খনিজ গ্যাসকূপ, আনারস, লেবু, পান, আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর জনপদের নাম শ্রীমঙ্গল। মৌলভীবাজার জেলার এই জনপদে খোঁজ মিললো চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের নামে একটি বাংলোর। শ্রীমঙ্গলের রাধানগরের ‘হারিমেটেজ গেস্ট হাউজ’র একটি বাংলোর নাম রাখা হয়েছে এই কিংবদন্তি নায়কের নামে। যা দেখে বিস্মিত রাজ্জাকের পরিবার।  গত ২১ ফেব্রুয়ারি নায়করাজের স্ত্রী ও তার বড় ছেলে অভিনেতা বাপ্পারাজ শ্রীমঙ্গলের রাধানগরে গিয়েছিলেন ‘হারিমেটেজ গেস্ট হাউজ’-এ। সেখানে গিয়ে তারা দেখতে পান এখানকার একটি বাংলোর নাম রাখা হয়েছে রাজ্জাকের নামে।  জানা গেছে, ছয় মাস আগে অতিথিশালার কর্ণধার আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার এটি নির্মাণ করেন। সেসময় নতুন বাংলোটিকে নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করেন। উৎসর্গ পত্রে লেখা আছে ‘নায়করাজ রাজ্জাক স্মরণে- যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়াছেন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও