মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করবে
২০১৮ সালের পর থেকে বাংলাদেশী শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ করার পরে মালয়েশিয়া পুনরায় বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার জন্য বাংলাদেশীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে সম্মত হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক ঢাকায় অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। সফররত মালয়েশীয় মানবসম্পদ বিষয়কমন্ত্রী এম কুলাসেগেরান এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদের মধ্যে রোববার অপরাহ্ণে এক বৈঠকে মালয়েশিয়ায় জনশক্তি বাজার উন্মুক্ত করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় গৃহকর্মী পাঠানোর উদ্যোগও চলছে। তবে ওই দেশটিতে যেসব বাংলাদেশী শ্রমিকদের অবৈধপন্থায় অবস্থানকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে - সে ব্যাপারে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বর্তমানে মালয়েশিয়ায় ৪ লাখের মতো বাংলাদেশী শ্রমিক রয়েছেন।