রিমুভার ছাড়াই পরিষ্কার করুন মেকআপ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১
সারাদিন বাইরে যেতে বা রাতের পার্টিতে নিজেকে সাজাতে কতো প্রসাধনীই না ব্যবহার করতে হয়। তবে সব থেকে কষ্টের ব্যাপার হয় মেকআপ ঠিকভাবে পরিষ্কার করা। আর সঠিকভাবে মেকআপ পরিষ্কার না করলে ত্বকে দেখা দিতে পারে নানা সমস্যা। বর্তমানে মেকআপ তোলার জন্য বাজারে রয়েছে নামী-দামী ব্র্যান্ডের নানা পণ্য। যা কিনতে আপনাকে হয়তো গুণতে হয় বেশ মোটা অঙ্কের টাকা। তবে বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই আপনি মেকআপ পরিষ্কার করতে পারেন। মেকআপ পরিষ্কার করতে তেলের অবদান আপনাকে করবে মুগ্ধ জেনে নিন মেকআপ রিমুভার ছাড়াই মেকআপ পরিষ্কার করবেন যেভাবে- তেল: তেল ত্বকের জন্য খুবই ভালো ময়েশ্চারাইজারের কাজ করে। তবে মেকআপ পরিষ্কার করতেও তেলের অবদান আপনাকে করবে মুগ্ধ। এজন্য নারকেল, জলপাই যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন।