ফাগুনের মাতাল সমীরণে আমের বনের ঘ্রাণ। ফুলবনে কোকিলের কুহু ডাক। কবির মনে কবিতার ভাপ, তরুণমনে আবেগের উত্তাপ। এরই মধ্যে ছলাৎ করে নেমে এল মৃদু বরিষন। ঝিরিঝিরি বাসন্তী বৃষ্টিতে জনজীবন ক্ষণিকের তরে উতলা। তাই নিয়ে এই ছবির গল্প।