চীনে রফতানি বন্ধ, পুঁজি হারাচ্ছেন কাঁকড়া চাষিরা

সময় টিভি প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৫

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে উৎপাদিত কাঁকড়া চীনে রফতানি বন্ধ হয়ে গেছে। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হতে চলেছেন বরগুনার কাঁকড়া চাষিরা। একদিকে লোকসান আর অন্যদিকে ঋণের বোঝায় দিশেহারা তারা। প্রশাসন বলছে, বিকল্প দেশে কাঁকড়া রফতানির চেষ্টা চলছে। স্বল্প সময়ে উৎপাদন, চীনে ভালো চাহিদা ও দাম থাকায় বরগুনার পাথরঘাটাসহ বেশ কয়েকটি উপজেলায় গত দু’বছরে গড়ে উঠেছে শত শত কাঁকড়া চাষের ঘের। কিন্তু হঠাৎ চীনে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নেয়ায় উৎপাদিত কাঁকড়া রফতানি বন্ধ হয়ে গেছে। এতে বরগুনায় মাত্র দু’মাসে পরিপক্ক ও ডিমওয়ালা কাকড়াগুলো ঘেরেই মরতে বসেছে। কাঁকড়া চাষিরা জানান, ডিম পরিপিক্ক হয়ে গেলে কাঁকড়াগুলো মারা যায়। ওই ডিমটা ছাড়লে কাকড়াগুলো সুস্থ থাকতো। এক নারী কাকড়া চাষি জানান, কাঁকড়া বিক্রি করতে পারছি না। এজন্য আমাদের টাকা পয়সাও নাই। এদিকে দেশের বাজারে কাঁকড়ার চাহিদা না থাকায় দাম কমেছে কয়েকগুণ। আগে কেজি প্রতি যে কাঁকড়া ২৫০০ থেকে ৩০০০  টাকায় বিক্রি হতো, তা এখন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হতে চলেছেন কাঁকড়া চাষিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও