ডাকঘর সঞ্চয়ে নির্দিষ্ট ধাপ পর্যন্ত সুদ হার বাড়ানোর প্রস্তাব
প্রান্তিক জনগোষ্ঠী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ডাকঘর সঞ্চয় স্কিমের আমানতের সুদের হার নির্ধারণে একটি বিকল্প প্রস্তাবের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক্ষেত্রে তিনি নির্দিষ্ট একটি ধাপ পর্যন্ত আমানতের ক্ষেত্রে সুদের হার বেশি রাখা এবং আমানতের পরিমাণ ওই ধাপের বেশি হলে সুদের হার কমানোর কথা বলেন অর্থমন্ত্রী।রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সুপারিশ করা হয়। বৈঠকে 'কাস্টমস বিল, ২০১৯' এবং ডাকঘর সঞ্চয় স্কিম নিয়ে আলোচনা হয়।কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কাজী নাবিল আহমেদ, আহমেদ ফিরোজ কবির এবং রুমানা আলী অংশ নেন। বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠীর আমানতের সুদের হার না কমানোর সুপারিশ করে সংসদীয় কমিটি। তাদের সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার যাতে কোনোভাবেই কমে না যায়, সে বিষয়ে যথাযথ পর্যালোচনা ও ব্যবস্থা নিতেও বলা হয়।