![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/Bedbug-bites-595135b63df78cae814a89bd-1020x510-2002231419.jpg)
বিশ্ব কাঁপছে করোনায়, অন্য আতঙ্কে ফ্রান্স!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯
বিশ্ব যখন করোনার আতঙ্কে কাঁপছে, ঠিক তখন অন্য আতঙ্কে কাঁপছেন ফরাসিরা। দেশটি জুড়ে দেখা দিয়েছে ছারপোকার উপদ্রব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ওয়েবসাইট, হটলাইন খুলে প্রচার চালাতে হচ্ছে সরকারকে। জানা যায়, বৃহস্পতিবার একটি প্রচারাভিযান শুরু হয়েছে। ওয়েবসাইট খোলার পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন মানুষ। সেখানে ছারপোকার সমস্যা এড়ানোর উপায় বাতলে দেয়া হচ্ছে। সেই সঙ্গে পরামর্শ দেয়া হচ্ছে কী করবেন, কী করবেন না। ওয়েবসাইটে বলা হয়েছে, সবাই এই ছারপোকায় আক্রান্ত হতে পারেন। এই ছারপোকাগুলো আপেলের বীজের আকারের। সিমেক্স লেক্টুলারিস নামের এই ছারপোকাগুলো অন্ধকার ভালোবাসে।