যে জীবন হিম বাতাসের

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩

হিম বাতাসের জীবন বই নিয়ে আলোচনা করার আগে বইয়ের ফ্ল্যাপে থাকা লেখকের কথাগুলো পড়ে নেওয়া যেতে পারে—বুকের উপর থেকে পাথর সরাতে সরাতে কখন চারপাশে তৈরি হয়েছে অনির্বচনীয় পাহাড় তা ঠিক টের পাইনি। এই মানবহীন পাহাড়ে ঠিক কতকাল ধরে সায়ংসন্ধ্যা স্থায়ী হয়ে আছে, কে জানে! এই অন্ধকারে তাকালে মনে হয় আকাশ ডুবে গেছে সূর্যে আর চারিদিকে যে ঘোলা ঘোলা বিভ্রম তা ভরা থাকে দুঃখী মেঘের অশ্রুতে।...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে