![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F23%2Fmymen-murder.jpg%3Fitok%3DmbpsFZsh)
ময়মনসিংহে প্রতিপক্ষের বল্লমের আঘাতে প্রাণ গেল কৃষকের
এনটিভি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে আজিজুল হক (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত আজিজুলের স্বজনরা এখনো মামলা করেননি বলে জানিয়েছে পুলিশ। ওসি মোখলেছুর রহমান জানান, জমিজমা নিয়ে আজিজুল হকের সঙ্গে এলাকার তাছির উদ্দিনের পূর্বশত্রুতা ছিল। গতকাল রাতে একটি অটোরিকশায় আজিজুল হক ও তাছির উদ্দিন দুজনই যাত্রী ছিলেন। একপর্যায়ে অটোরিকশায় ওঠানামা নিয়ে যাত্রী ও