![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F22%2Fjamalpur-pic-8.jpg%3Fitok%3DkoAEHULO)
জামালপুরে সাপ্তাহিক নকশি পণ্যের হাটের উদ্বোধন
এনটিভি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫
জামালপুরে মুজিববর্ষ উপলক্ষে হস্তশিল্প পণ্যের বাজারজাতকরণের লক্ষ্যে সাপ্তাহিক নকশি পণ্যের হাট উদ্বোধন করা হয়েছে। প্রতি শনিবার জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই হাট বসবে। আজ শনিবার দুপুরে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাপ্তাহিক নকশিপণ্যের এ হাটের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার জামালপুরের উপপরিচালক মোহম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, জেলা আওয়ামী
- ট্যাগ:
- বাংলাদেশ
- উদ্বোধন
- পণ্য
- নকশি কাঁথা
- জামালপুর