১৮ মাস পর বাড়ি ফিরলেন র্যাবের সাবেক কর্মকর্তা হাসিনুর
প্রথম আলো
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৪
চাকরিচ্যুত লে. কর্নেল হাসিনুর রহমান নিখোঁজ হওয়ার ১৮ মাস পর বাড়ি ফিরেছেন। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে তিনি তাঁর মিরপুরের বাসায় ফেরেন। হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। হাসিনুর র্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।এর আগে গত ২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে একদল লোক হাসিনুরকে তুলে নিয়ে যায়। তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে পরিবারের দাবি ছিল, হাসিনুর একজন দেশপ্রেমিক সৈনিক ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে