![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/22/5416a663c641068ff8700688ae4622c7-5e50b8a518f67.jpg?jadewits_media_id=1511243)
সহপাঠীরা খালি খ্যাপায়, তাই সে মরতে চায়
প্রথম আলো
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২
ছেলেটির বয়স মোটে নয় বছর। বয়স অনুপাতে বাড়েনি তেমন। এ নিয়ে সহপাঠীরা তাকে ‘বামন’ বলে খ্যাপায়। বুলিং বা টিটকিরির শিকার শিশুটির ছোট্ট মন এই কটুকাটব্য সইতে পারেনি। তার মন এতটাই বিষিয়ে উঠেছে যে এই জ্বালা থেকে বাঁচতে সে মরে যেতে চায়!