শহীদদের স্মরণে লাখো মোমবাতির আলোয় জ্বলে উঠল একুশ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩

ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধ্যা ৬টা ১০ মিনিট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গেয়ে উঠলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ সঙ্গে সঙ্গে জ্বলে উঠল এক লাখ মোমবাতি। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগানে নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে তখন আলোর ফোয়ারা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে এই আয়োজন করে নড়াইল একুশের আলো স্কয়ারের আর্থিক সহযোগিতায় ‘নড়াইল একুশের আলো’ ভাষা শহীদদের স্মরণে আজ সন্ধ্যায় এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৯৮ সাল থেকে নড়াইলে একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও