তারকাদের নিয়ে সবসময় ভক্তদের আগ্রহ বেশি থাকে। তারকা মানেই তাদের নিরাপত্তা সব থেকে বেশি জরুরি। যেহেতু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু তারা তাই তাদের ক্ষতি করার জন্য উন্মুখ থাকে অনেকেই। তাদের ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস করে নিতে ক্ষতি করতে চায়। আর আজকের প্রতিবেদনে উঠে এসেছে তারকাদের গোপন ভিডিও ভাইরালের এমনই ১৭ ঘটনা। ফারাহ আব্রাহাম যখন জানাজানি হয় যে ফারাহ আব্রাহাম এবং জেমস ডিনের একটি সেক্স টেপ আছে তখন বাধ্য হয়েই সেটি প্রকাশে সম্মতি দেন তিনি। আব্রাহাম জানিয়েছেন ভিডিও প্রকাশের ফলে তার ক্যারিয়ারে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তবে ডিন সেটির কথা মানুষকে জানিয়ে বিশ্বাসভঙ্গ করেছিলেন বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। কেট রিচি ২০০০ সালে গুজব ছড়িয়েছিল যে কেট রিচির সঙ্গে তার এক সাবেক ছেলেবন্ধুর একটি সেক্স ভিডিও রয়েছে। তবে সেই খবর কখনো নিশ্চিত করেননি কিংবা প্রকাশ্যে সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি এ সোপ অপেরা তারকা। ইন্টারনেটে তার নাম সার্চ করলে অবশ্য ভিডিওটির স্ক্রিনশট এখনো দেখা যায়। কিম কার্দেশিয়ান সোশ্যাল মিডিয়া তারকা কিম কার্দেশিয়ানের গোপন ভিডিও প্রকাশিত হয় ২০০৭ সালে। ভিডিওটিতে তার সঙ্গী হিসেবে দেখা যায় তার সাবেক ছেলে বন্ধু রেই জে কে। ভিভিড এন্টারটেইনমেন্ট সেই ভিডিও প্রকাশ করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন কিম। ফলে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণও পান তিনি। প্যারিস হিল্টন প্যারিস হিল্টনের সঙ্গে তার ছেলেবন্ধু রিক সালেমানের যৌন মিলনের কিছু দৃশ্য নিয়ে ‘ওয়ান নাইট ইন প্যারিস’ নামে একটি পর্নো ফিল্ম মুক্তি পায় ২০০৪ সালে। হিল্টন দাবি করেছেন, তার অনুমতি ছাড়াই ভিডিওটি প্রকাশ করা হয়েছিলো। এমনকি ভিডিও ধারণের সময়ও তিনি সেই বিষয়ে সচেতন ছিলেন না বলে জানিয়েছেন এই তারকা। বিষয়টি নিয়ে আদালতে গেলে চার লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পান তিনি। পামেলা এন্ডারসন হানিমুনে গিয়ে স্বামী টমি লিয়ের সঙ্গে শখের বশে একটি সেক্স টেপ তৈরি করেছিলেন বেওয়াচ তারকা পামেলা এন্ডারসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.