![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F02%2F21%2Frodela.jpg%3Fitok%3Dk5VjWOHu)
বিয়ে করলেন নায়িকা রোদেলা জান্নাত
এনটিভি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫০
শাকিব খানের সঙ্গে ‘শাহেন শাহ’ ছবিতে জুটি বেঁধে রাতারাতি তারকা খ্যাতি পান রোদেলা জান্নাত। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। নতুন খবর হলো, বিয়ে করেছেন তিনি। গতকাল পারিবারিকভাবেই আকদ সম্পন্ন হয়েছে রোদেলার। কিছুদিনের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও জানিয়েছেন রোদেলা। মডেল-অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজনকে বিয়ে করেছেন রোদেলা জান্নাত। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন খালেদ নিজেও। নিজের জন্মদিনের সেরা উপহার উল্লেখ করে রোদেলা জান্নাতের সঙ্গে বিবাহপরবর্তী ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গ
- ট্যাগ:
- বিনোদন
- বিয়ে করছেন
- রোদেলা জান্নাত
- ঢাকা