করোনা ভাইরাস: ইউক্রেনে চীন ফেরত যাত্রীদের ওপর হামলা
ইত্তেফাক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২
ইউক্রেনের নোভি সানঝারি শহরে চীন ফেরত যাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। করোনা ভাইরাস আতঙ্কের কারণে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ৭২ জনকে ইউক্রেনে নিয়ে আসা হয়। চীন ফেরত যাত্রীদের নোভি সানঝারি শহরে একটি হাসপাতালে ১৪ দিনের জন্য সঙ্গরোধ করে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময় বিক্ষোভকারীরা ওই যাত্রীদের বাসে হামলা চালায়। এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হামলার পরে দেয়া এক ভাষণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট । চীন ফেরত যাত্রীরা সবাই সুস্থ আছেন বলে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।