পীরগাছায় ভাতা পেতে দিতে হয় ব্যাংক খরচ!

বার্তা২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৬

রংপুরের পীরগাছায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত কার্ডধারীদের কাছ থেকে ব্যাংক খরচের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কার্ড প্রতি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দামুরচাকলা শাখা কর্তৃপক্ষ। ওই শাখার অফিস সহায়ক মোখলেছ মিয়া কার্ডধারীদের কাছ থেকে টাকা তুলছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।পজেলার অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নে মোট ভাতাভোগী রয়েছেন ৪ হাজার ১১ জন। এর মধ্যে দুই হাজার ৪২৯ জন বয়স্ক, ১ হাজার ২০ জন বিধবা ও ৫৬২ জন প্রতিবন্ধী ভাতাভোগী আছেন। ভাতা হিসাবে প্রতিমাসে বয়স্ক ও বিধবাদের ৫০০ টাকা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের ৭৫০ টাকা করে দেয়া হয়। তারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দামুরচাকলা শাখা থেকে ভাতা উত্তোলন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও