সাধারণত ম্যাচের একাদশ, টস নিয়ে সিদ্ধান্ত—এসব দায়িত্ব পালন করে থাকে টিম ম্যানেজমেন্ট। এমনকি ক্রিকেটারদের ব্যাটিং পজিশন নিয়েও সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশের ক্রিকেটে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকে স্বয়ং ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ পর্যন্ত এমনটাই হয়েছে। কিন্তু ইংল্যান্ড থেকে ফেরার পর থেকে দলীয় পরিকল্পনা থেকে কিছুটা দূরে বোর্ড। জাতীয় দলও ভাসছে ব্যর্থতার সাগরে। বিশ্বকাপ থেকে ফিরে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ, ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টেস্টে হার, ভারতে ব্যর্থতা—সব মিলিয়ে খারাপ সময় যাচ্ছে জাতীয় দলের। এমন পরিস্থিতিতে আবারও দলীয় পরিকল্পনায় সংযুক্ত থাকতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বুধবার সাংবাদিকদের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচ থেকেই এমন হচ্ছে, তারপর আফগানিস্তান সিরিজ। পুরো বদল। আমি যা জানতাম, তার কিছুই হয়নি। আমরা দেখেছি, যারা জীবনে (ব্যাটিং অর্ডারে) উপরে খেলেনি, তাদের উপরে খেলানো হয়েছে। এই সিদ্ধান্তগুলো হঠাৎ করে খেলার মধ্যে নেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.