
সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় গ্রেপ্তার ৫
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ (ডিবি)। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার দীপিকার মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. আ. সালাম (৩৫), মোসা. সালমা আক্তার (৪৫), মো. সোনা মিয়া (৩৫), মো. ইউনুছ আলী (৩৮) ও মো. সোহেল (৩৫)। ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা…