You have reached your daily news limit

Please log in to continue


২৯ ফেব্রুয়ারি রিসেপশনে যা পরবেন সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা। বিয়ের পর থেকেই খবরের শিরোনামে তারা। আগামী ২৯ ফেব্রুয়ারি যে রিসেপশনের দিন সেটা লুকিয়ে রাখতে চাইলেও পারেননি সৃজিত মুখোপাধ্যায়। গত ৬ ডিসেম্বর পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে আইনি কাজটা সেরে ফেলেন তারা। এবার ভূরিভোজের পালা। কিন্তু সেদিনের পোশাকের দায়িত্বভার পড়েছে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের ওপর। এ বিষয়ে জিজ্ঞেস করতেই হাসলেন শর্বরী দত্ত। তিনি বলেন, সৃজিত-মিথিলা দু’জনেই এসেছিল ‘শূন্য’তে। ওদের পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল পরছে। সেটা মাথায় রেখেই সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নিয়েছি। আচকান আর ধুতি পরাব সেদিন ওকে। পোশাকে থাকবে ঘন সুতোর কাজ। কিন্তু মিথিলার জন্য কী থাকছে? শর্বরী বললেন, মিথিলাকে একটা ওড়না দিচ্ছি। শাড়িটা তো ওর ভাবনায় পরবে। পোশাকের মতো নিমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সেখানে ঘুরেফিরে এসেছে সৃজিতের সিনেমার অনুষঙ্গ। পোশাকেও তেমনই আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। সৃজিতের আচকানের কারুকাজে জঙ্গলের নানা মোটিফ। ‘কাকাবাবু’ সিরিজে আবার হাত দিচ্ছেন সৃজিত। এবার অভিযান জঙ্গলে। রিসেপশনের পোশাকেও থাকবে সেই সংকেত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন