হস্তশিল্প মেলায় হাজির মোদী! খেলেন লিট্টি-চোখা, দাম দিলেন নিজেই
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫
nation: প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, 'হুনার হাট'-এ যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কোনও কর্মসূচিই ছিল না। হঠাতই তিনি হাজির হন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক আয়োজিত এই হস্তশিল্প মেলায়। নিজেই চেয়ে নেন লিট্টি-চোখা। সেই বাবদ নিজেই দেন ১২০টাকা। শুধু তাই নয়, কেন্দ্রীয় এরপর তিনি হাতে তুলে নেন 'কুলহাদ চা'। নিজের আর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের জন্য নেওয়া সেই চা বাবদও তিনি দেন ৪০টাকা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মেলা
- হস্ত শিল্প
- নরেন্দ্র মোদি
- ভারত
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে