গাড়ির এসি থেকে ক্যান্সারের ঝুঁকি!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩

যাতায়াতের সুবিধার্থে গাড়ি ব্যবহার করা হয়। আর গরমে যাতে গাড়ির মধ্যে আরামে থাকা যায়, তাই ব্যবহার করা হয় এসি। বাইরের গরম থেকে এসেই গাড়িতে বসে সঙ্গে সঙ্গেই এসি চালু করে দেন নিশ্চয়! জানেন কি, এতে হতে পারে ক্যান্সারের মতো ভয়ানক ব্যাধি। নিশ্চয় কাঁচবন্ধ গাড়ি রোদে পার্ক করান! তখন বাইরের তাপমাত্রা যদি ১৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে ভেতরে ২ থেকে ৪ হাজার মিলিগ্রাম বেঞ্জিন জমা হয়। গাড়িতে বসার সঙ্গে সঙ্গে এসি অন করে দিলে ওই জমা বেঞ্জিনই বের হয়ে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে। যা আমাদের সহনক্ষমতার ৪০ গুণ বেশি। দীর্ঘদিন ধরে শরীরে বেঞ্জিন ঢোকার প্রভাব মারাত্মক। চলুন জেনে নেয়া যাক এর ফলে কী কী ক্ষতি হয়- > অস্থিমজ্জার কর্মক্ষমতা কমে। > লোহিত কণিকার উৎপাদন কম হয়। > রক্তস্বল্পতা দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও