কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নৌকায় তুমুল আগ্রহ, ধানের শীষে কম

প্রথম আলো প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪০

নির্বাচনে নৌকা প্রতীক পেতে প্রার্থীদের তুমুল আগ্রহ, ধানের শীষের প্রতি আগ্রহ কমেছে। একাদশ সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১৫ জন। এক বছর পর তিনটি আসনের উপনির্বাচনে আগ্রহী পাওয়া গেছে গড়ে তিনজনের কম। অন্যদিকে গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছেন গড়ে ১৩ জন। এখন পাঁচটি উপনির্বাচনে এ সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৬।  আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা পেলেই জয় নিশ্চিত—এই বাস্তবতা থেকে আওয়ামী লীগের দিকে আগ্রহ বেশি। অন্যদিকে পরাজয় নিশ্চিত জেনেও আন্দোলনের অংশ হিসেবে ভোটের লড়াইয়ে নামছে বিএনপি। যে কারণে ধানের শীষ প্রতীক পেতে আগ্রহ কমছে। আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্র বলছে, পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন মিলে ছয়টি পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭৮ জন। অন্যদিকে তিনটি আসনের বিপরীতে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন মাত্র ৮ জন। ধানমন্ডি-১০ আসনে একজন ছাড়া কেউ ফরম নেননি। যে তিনজন ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, তাঁরা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বাকি দুটি আসনের উপনির্বাচনের জন্য গতকাল পর্যন্ত ফরম নিয়েছেন পাঁচজন। আজ দলীয় ফরম নেওয়ার শেষ দিন। দলীয় সূত্র বলছে, একাদশ সংসদ নির্বাচনের ৩০০টি আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৪ হাজার ২৩ জন। উপনির্বাচনে নৌকা পেতে ঢাকা-১০ এ ১০ জন, বাগেরহাট-৪ এ ১১ জন, গাইবান্ধা-৩ এ ২৫ জন, যশোর-৬ এ ১৩ জন ও বগুড়া-১ এ ১৯ জন মনোনয়ন ফরম নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও