পুরনো রূপেই পুরান ঢাকা, বহাল কেমিক্যাল কারখানা
চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানশনের অগ্নিকাণ্ডের ট্র্যাজেডির এক বছর হতে চলেছে। এই ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা অপসারণের জন্য কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও পুরান ঢাকার অলিগলি থেকে এখনো অপসারণ হয়নি কেমিক্যাল কারখানা। পুরান ঢাকায় সরেজমিনে দেখা যায়, আগের মতোই কেমিক্যালের সাথে মানুষের বসবাস রয়েছে। বাসা বাড়িতেই এখনো মজুদ রাখা হচ্ছে রাসায়নিক দাহ্য বস্তু। এতে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। পরিবেশবাদীরা বলছেন অচিরেই এসব কেমিক্যাল কারখানা সরিয়ে না নেওয়া হলে ঘটতে পারে চুড়িহাট্টার চেয়ে আরও বড় ট্র্যাজেডি।