ডাকঘর সঞ্চয় পত্রে বিনিয়োগের সুদের হার কমে অর্ধেক
উপরোক্ত শিরোনামে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পর ক্ষুদ্র সঞ্চয়কারী বিশেষ করে সাধারণ সরকারি কর্মচারী এবং সামরিক বাহিনীর সদস্যগণ অবসর গ্রহণের পর যারা অর্ধেক পেনশন বিক্রি করার টাকা ভবিষ্যত আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তাদের জন্য এটা চরম আঘাত এবং দুঃসংবাদ। কালো টাকার মালিক, জুয়াড়ি, ইয়াবা কারবারী এবং ঘুষখোর গংদেরকে সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ কেন দেওয়া হয়েছে তা আমাদের বোধগম্য নহে। সুদের হার অর্ধেক, উৎস কর বৃদ্ধি এবং টিন প্রথা চালু করণ ইত্যাদি সাধারণ পেনশন ভোগীদের জন্য মরার উপর খাড়ার ঘা শামিল।
- ট্যাগ:
- মতামত
- বিনিয়োগ
- সুদের হার
- ডাকঘরে সঞ্চয়
- চট্টগ্রাম