দুধ দিয়ে পরিষ্কার করা হলো আওয়ামী লীগ কার্যালয়

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৩

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের কয়েকটি কার্যালয় দখলমুক্ত করে তা দুধ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৃথকভাবে এ অভিযান চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ। পুলিশ জানায়, যশোর-৬ কেশবপুর আসনের প্রয়াত এমপি ইসমাত আরা সাদেক সমর্থিতদের দখলে ছিল বিভিন্ন ইউনিয়নের ৬টি কার্যালয়। সেগুলো ধুতে ৪৯ লিটার গরুর দুধ ব্যবহার করা হয়েছে। একটি কার্যালয় থেকে ধারালো অস্ত্র এবং ফেনসিডিলের খালি বোতলও উদ্ধার করা হয়েছে। সম্পর্কিত খবর আ.লীগ নেতাদের সাথে বনভোজন, বিএনপির সম্পাদককে শোকজ!চট্টগ্রাম সিটি নির্বাচন: আ.লীগের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ মুজিববর্ষের নামে চাঁদাবাজি সহ্য করা হবে না: কাদের উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেকের স্ত্রী ইসমাত আরা সাদেক ২০১৪ সালে কেশবপুর আসন থেকে নির্বাচিত হন। এরপর তিনি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীও হন। তার ছত্রছায়ায় থাকা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ‘হাতুড়ি ও গামছা বাহিনী’ নামে পরিচিতি লাভ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও