কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'বোরখা পরা মেয়েরা নারীবাদী?'

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭

ফেসবুকে বা টুইটারে সেদিন বারবার সামনে আসছিল এ আর রহমানের মেয়ে খতিজার বোরখা পরা ছবি। ভাবছিলাম গান বাজনা নিয়ে থাকা সংস্কৃতিমনস্ক সংসারের শিক্ষিত মেয়েরাও কী করে যে ধর্মান্ধ হয়! সে কারণেই টুইট করা। তারপর দেখতে হলো খতিজার রিয়্যাকশান! যে কোনও হিজাবি বা বোরখাওয়ালি যে ভাবে রিয়্যাক্ট করে, সে ভাবেই করেছে-- 'এটা আমার চয়েস, আমি গর্বিত, আমি এম্পাওয়ার্ড'। খতিজা আরও বললো আমি যেন গুগল করে 'সত্যিকার নারীবাদ' সম্পর্কে জেনে নিই। সে বলতে চাইছে বোরখা পরাই সত্যিকার নারীবাদ। এই বোকা বোকা উত্তর পড়ে মিডিয়া, এমন কী সেক্যুলার মিডিয়াও, উচ্ছসিত। খবরের শিরোনাম লিখেছে, খতিজা তসলিমাকে ধুয়ে দিয়েছে, খতিজা তসলিমাকে এক হাত নিয়েছে, খতিজা উচিত জবাব দিয়েছে, ধাঁরালো জবাব দিয়েছে। রে মূর্খের দল। তোদের কাছে কি সত্যিই মনে হয় বোরখা পরা মেয়েরা নারীবাদী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও