কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৬ হাজার কোটি টাকার প্রকল্প

এনটিভি প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৫

আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ছয় হাজার ১৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটির কাজ শুরু হবে আগামী মার্চ মাসে। শেষ হবে ২০২৪ সালের আগস্ট মাসে। আজ মঙ্গলবার রাজধানীর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১৩ হাজার ৬৩৯ কোটি এক লাখ টাকা ব্যয়ের মোট আটটি প্রকল্প অনুমোদন পায়। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন নোয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজি কামাল উদ্দীন সড়ক (বেগমগঞ্জের গ্লোব ফ্যাক্টরি থেকে কবিরহাটের ফলাহারী পর্যন্ত) উন্নয়ন প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চারলেনে উন্নতীকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক) প্রকল্প এবং শরীয়তপুর-জাজিরা-নাওডোবা (পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ) সড়ক উন্নয়ন প্রকল্প। নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হচ্ছে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় আনুষঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর আধুনিকায়ন প্রকল্প এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও