গোছানো থাক কাজের কাগজ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯
জেনে নিন মোর কাগজের খেলার নৌকা ভেসে চলে যায় সোজাবহিয়া আমার অকাজ দিনের অলস বেলার বোঝা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কাগজ নাহয় নৌকা বানানোর কাজেই লাগল। আমাদের শৈশবে এমন নৌকা, উড়োজাহাজ, শাপলা ফুল—কত কিছুই না ছিল। এখনো হয়তো অলস প্রহরে কেউ বানায় কাগজের ফুল-পাতা। শখে বানানো কাগজের ফুল হারিয়ে গেলেও ক্ষতি নেই। তবে কাজের কাগজ হারিয়ে গেলে বিপদ, নষ্ট হলেও চলবে না সেসব কাগজ।...