You have reached your daily news limit

Please log in to continue


কবে কোথায় হচ্ছে সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করেছেন গেল বছরের ৬ ডিসেম্বর। ঘরোয়া সেই বিয়ে শেষে হানিমুনেও গিয়েছিলেন তারা। সে সময় জানানো হয়েছিল আগামী বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে কবে কোথায় হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা? জানা গেছে, আগামী ২৯ ফেব্রুয়ারি এ দু'জনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এদিন সৃজিতের কলকাতার বাসভবন রাজকুটিরে এই আয়োজন অনুষ্ঠিত হবে। রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সৃজিত। এরই মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যম মিথিলা-সৃজিতের বিবাহোত্তর সংবর্ধনার নিমন্ত্রণপত্রের ছবিও প্রকাশ করেছে। কার্ডটিতে লেখার শুরুটা হয়েছে এভাবে, ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট। আরো লিখেছেন, পৃথিবীর সব উৎসবের ইতিহাসই বন্ধু-বান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভূরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন