কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসছে পুরুষের জন্য জন্মনিরোধক ভেষজ ভায়াগ্রা!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫

এবার বাজারে আসছে পুরুষদের জন্য ভেষজ জন্মনিরোধক পিল। আর এই পিলে একইসঙ্গে ভায়াগ্রার গুণও থাকবে। পুরুষদের জন্য ভেষজ এ জন্মনিরোধক ওযুধ আবিষ্কার করেছেন ইন্দোনেশিয়ার এয়ারলাংগা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। ওই দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক বামবাং প্রাজোগো এবং অধ্যাপক ডায়ান প্রামেস্তি। জাস্টিসিয়া জেন্ডারুসা নামের এক প্রজাতির ঝোপের নির্যাস তাদের গবেষণার মূল উপাদান। এ ওষুধ পুরুষের শুক্রাণুর কার্যক্ষমতা কমাবে এবং যৌন আকাঙ্ক্ষা বাড়াবে। জানা গেছে, প্রাচীন কালে পাপুয়া নিউগিনির এক জনজাতির পুরুষরা সন্তান না নেওয়ার জন্য ওই উদ্ভিদের পাতা ফুটিয়ে পান করতেন। তা কার্যকর ছিল বলেও জানা যায়। এর নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও