সেই ইফতি এখন রকেট ইঞ্জিনিয়ার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮

হাসান সাদ ইফতি। শৈশবে অসুস্থ থাকলেও স্বপ্ন দেখতেন রকেট বানিয়ে আকাশে উড়বেন। সেই অসুস্থতা জয় করে উচ্চমাধ্যমিকের পর স্বপ্নের বিষয় রকেট সায়েন্সে পড়তে ইফতি যান জার্মানিতে। হাইপারসনিকস বিষয়ে এখন তিনি পিএইচডি করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। স্বপ্নটাও এখনো দেখেন। তার রকেট ঘুরে বেড়াবে গ্রহ থেকে গ্রহান্তরে।   ইফতির বাবা লুৎফুল হাসান তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। বিদেশ থেকে ফেরার সময় একবার উড়োজাহাজের বই এনে দিয়েছিলেন। ইফতি বলেন, ‘সেই বইয়ে বোয়িং ৭৪৭-এফ, আমেরিকার স্পেস শাটল এবং রুশ স্পেস শাটল বুরানের ছবি ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও