![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020February/sm/kabir-bg20200217153946.jpg)
সংগঠনের নাম পরিবর্তন করলেন কোটা আন্দোলনকারীরা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৯
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়া ওঠা প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সংলগ্ন ঐতিহাসিক বটতলায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। এসময় সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন সংগঠনের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ এবং সংগঠনের মূলমন্ত্র ‘শিক্ষা, ঐক্য ও প্রগতি’ ঠিক করা হয়েছে বলে জানান। হাসান আল মামুন বলেন, ছাত্র অধিকার পরিষদ স্বাধীন ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে; অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে গণমানুষের নৈতিক অধিকার আদায়ে কাজ করবে; সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গুণগত পরিবর্তনে কাজ করবে; সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে।