নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম নুরজাহান বেগম। সোমবার বেলা ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। নুরজাহানের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। বাকি দগ্ধদের মধ্যে দুইজনকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের জাতীয় ন্যাশনাল বার্ন ইউনিটে স্থানান্তর করা হবে। দগ্ধ সবার শ্বাসনালী পুড়ে গেছে। সবার অবস্থা শঙ্কাজনক। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া আগুনে পুড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.