ফারাক্কা বাঁধের নির্মাণাধীন দ্বিতীয় সেতু ভেঙে নিহত ৩
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বৈষ্ণবনগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে ফারাক্কা বাঁধের নির্মাণাধীন সেতু। গতকাল রোববার সন্ধ্যায় নিমাণাধীন এই সেতুর ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। হঠাৎ তা ভেঙে পড়ে। এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। স্থানীয় কংগ্রেস সাংসদ মইনুল হকের দাবি, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রকৌশলী রয়েছেন। আরো অনেকে জখম হয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেড় বছর আগে ফারাক্কা বাঁধে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যেই এ ঘটনা ঘটল। ধ্বংসস্তূপে আরো এক শ্রমিকের আটক
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.